পাবনার চাটমোহর উপজেলায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মল্লিক বাইন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় গাঁজাবহনকারী একটি পিকআপ জব্দ করে পুলিশ। শনিবার দুপুরে এক প্রেস রিলিজে এতথ্য জানায় জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, চাটমোহর উপজেলার মল্লিকপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮), লালমনিরহাটের নয়াহাট এলাকার নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৯) ও একই জেলার হরিডাঙ্গা গ্রামের নুরুজ্জামানের ছেলে হাসান আলী (২৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিদের কাছে ব্যাপক মাদক রয়েছে বলে গোপন তথ্য ছিলো পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালালে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়।