মানিকগঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আলিম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব ৪। এর আগে, শুক্রবার রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল আলিম মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন মার্কেটে সহকারী হিসেবে কাজ করতেন।
র্যাব জানায়, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর সকালে কৌশলে বাড়ির অদূরে কাঠবাগানে ডেকে নিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ করেন আব্দুল আলিম। এসময় ওই বুদ্ধি প্রতিবন্ধী আত্মচিৎকার করলে অভিযুক্ত আব্দুল আলিম পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরে এঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর আব্দুল আলিমকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলার করেন। ওই মামলায় গ্রেফতার আলিমকে সংশ্লিষ্ট থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়।