গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দিনভর সড়ক অবরোধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

হাজিরা বোনাস, টিফিন বিলসহ ১৬ দফা দাবিতে গাজীপুরে আইরিশ ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানায় দিনভর বিক্ষোভ করছে শ্রমিকরা। এতে চন্দ্রা-নবীনগর মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত ছিল।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরে অবস্থিত আইরিশ ফ্যাশন নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার সামনে অবরোধ করে। এক পর্যায়ে দুপুরের দিকে আরও শ্রমিক জড়ো হয়। পরে তারা চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

বিজ্ঞাপন

পোশাক শ্রমিক আল আমিন বলেন, আমাদের দিয়ে মালিকপক্ষ যেভাবে খুশি কাজ করায়। কিন্তু হাজিরা বোনাস টিফিন বিল নিয়ে গড়িমসি করে।

জহুরা বেগম নামে এক নারী শ্রমিক বলেন, এর আগেও মালিকপক্ষকে বার বার জানানো হয়েছে। তারা আমাদের পাওনা না দিয়ে জুলুম করে।

বিজ্ঞাপন

তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কথা বলতে অস্বীকার করেন।

গাজীপুর শিল্প পুলিশ ২ এর পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, কাশিমপুর এলাকায় শ্রমিক আন্দোলন চলছে। আমরা দুপক্ষের সাথেই কথা বলেছি। দ্রত সমস্যা সমাধান হবে আশাকরি।