পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 11:43:36

মানি লন্ডারিংয়ের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ফিরোজ কবিরের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দায়ের করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভার বিরুদ্ধেও অভিযোগপত্র দায়ের করতে বলেছে দুদক।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ফিরোজ কবির ও তার স্ত্রী তাদের আয় করা ৪ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৮৯৮ দশমিক ১৬ টাকা আয়ের প্রকৃত উৎস দেখাতে পারেননি। অর্জিত সম্পত্তি অবৈধ জানা সত্ত্বেও তা দখলে নিয়ে বা ভোগ করায় এবং অন্য জায়গায় স্থানান্তর করার চেষ্টাও করেছেন তারা। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ -এর ৪ (২) ও ৪ (৩) ধারায় চার্জশিট গঠনের অনুমোদন দেয় দুদক।

উল্লেখ্য, এ বিষয়ে ২০১৭ সালের ৩ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবীর গুলশান থানায় একটি মামলা করেছিলেন। পরিচালক আতাউল বর্তমানে এই মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর