সুলতান’স ডাইনকে ৩০ হাজার টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-10-06 17:42:53

দেশের শীর্ষ স্থানীয় জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কমে’র সংবাদ প্রকাশের পর সিলেটের সুলতান’স ডাইনকে জরিমানা করা হয়েছে।

রোববার (৬অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করে।

এর আগে গত ১ অক্টোবর বার্তা২৪.কমে ‘দুর্গন্ধযুক্ত খাসির মাংস, তোপের মুখে সুলতান'স ডাইন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্টদের।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সিলেটের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন।

অভিযান চলাকালে মাংসের গুদামে জেনারেটর না থাকা, মাংসের কার্টনে মেয়াদোত্তীর্ণের স্টিকার না থাকা ও একই সঙ্গে খাবারে তেলের ব্যবহারে সমস্যা ও আমদানিকৃত খাদ্যদ্রব্যের রশিদ দেখাতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অপরাধের কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আগামী ৫ কার্য দিবসের মধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন কাগজপত্র সংশ্লিষ্টদের কাছে প্রেরণের নির্দেশনা দেয়া হয় ও সতর্ক করে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

দুর্গন্ধযুক্ত খাসির মাংস, তোপের মুখে সুলতান'স ডাইন

এবিষয়ে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ বলেন, কয়েকদিন আগে আমরা নিউজ দেখেছি মাংসের দুর্গন্ধ ছড়িয়ে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা আজকে এসেছি যাচাই করার জন্য। আমরা যথারীতি সুলতান’স ডাইনের মাংস সংগ্রহশালা ও রান্নাঘরে পরিদর্শন করি। তাদেরকে প্রথমবারের মতো ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, রান্না ঘরের কাজে বাঁশের তৈরি টুকরি ও প্লাস্টিকের বক্সে কেটে রাখা শসা ব্যবহার নিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৫ কার্য দিবসের মধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন কাগজপত্র আমাদের কাছে পাঠানোর জন্য বলে দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর