নিয়োগের ১০ দিনের মাথায় পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলম খাস্তগীরের নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
রোববার (৬ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হলো।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে উপ হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন।
গত ২৫ সেপ্টেম্বর পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। নিয়োগের ১০ দিন পর তার সেই নিয়োগ বাতিল করলো সরকার।
খাস্তগীরের বিরুদ্ধে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মালয়েশিয়ায় আন্দোলনকারীদের বিষয়ে নেতিবাচক অবস্থান নেওয়া ও মামলা দায়েরের অভিযোগ রয়েছে।