ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়ন চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরু মিয়া ও নলছিটির রানাপাশা ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৬ অক্টোবর) দুপুরের দিকে রাজাপুর উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের বাগড়ি ব্র্যাক অফিস এলাকা থেকে সুরু মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ওপর হামলার ঘটনায় ঝালকাঠি সদর থানায় দায়ের করা মামলায় সুরু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলায় ৩ নম্বর আসামি। রাজাপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, নলছিটি উপজেলার রানাপাশার ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে একই দিন গ্রেফতার করেছে পুলিশ।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, দুইজনকে বিএনপির রফিকুল ইসলাম জামালের ওপর হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে।