বিসিসি’র অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2024-10-07 17:45:34

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিভাগীয় কমিশনার শওকত আলী এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব মাসুমা আক্তারের বিরুদ্ধে অনিয়মসহ দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে শিক্ষার্থী ও জনতার ব্যানারে নগর ভবন চত্বরে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করা হয়।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নগর ভবনে আদৌ নাগরিক সুবিধা নেই। আগের ন্যায় অনিয়ম চলছে। এতে ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিক এবং আমাদের পক্ষ থেকে অনিয়মের প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করা হয়েছিল। উলটো সচিব মাসুমা আক্তার আমাদেরকে চাঁদাবাজ বলে কটূক্তি করেছেন।

তারা আরও বলেন, তার দোসররা নাগরিক সুবিধা দিতে ব্যর্থ হওয়ায় আমরা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়ে কোন প্রতিকার পাইনি। তাই প্রশাসক শওকত আলী ও সচিব মাসুমা আক্তারের অপসারণ দাবি করছি।

এ সম্পর্কিত আরও খবর