পূজায় কদম ফুলে ৩ লাখ টাকা আয়ের স্বপ্ন মালাকার সন্তুর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-10-07 21:21:33

শারদীয় দুর্গা পূজাকে ঘিরে কদম ফুলে স্বপ্ন বুনেছেন মালাকার সন্তু। বংশগতভাবে কদমফুল বিক্রি করে চলে জীবন জীবিকা তার। সারা বছরই এই ব্যবসায় সাড়া থাকলেও মূল টার্গেট থাকে পূজাকে ঘিরে।

এবছর দূর্গা মায়ের আগমনকে ঘিরে ৩ লাখ টাকার টার্গেট নিয়ে শুরু করেছেন ব্যবসা৷ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে নিজ হাতের তৈরি শান্তির কদম।

রংপুর নগরীর কালি মন্দিরের ফটকেই কদমের পসরা সাজিয়ে বসেছেন মালাকার সন্তু। দেবী দুর্গাকে স্বাগত জানাতে কদম ফুলের কদর বাড়ে পূজায়।

প্রতিজোড়া ফুল বিক্রি করা হচ্ছে ২০ টাকা। সোলা চাষ করে নিজ পরিবারের সদস্যদের নিয়ে কদম ফুলের মালা বানিয়ে বিক্রি করেন মালাকার। নিজ জেলা ছাড়িয়ে বিভিন্ন জেলায় পাঠিয়ে উপার্জন করেন তিনি। দু'রকমের সাদা ফুলে গোলাপি রংয়ের ছোঁয়ায় নজর কাড়ছে ক্রেতাদের। আগে ১০ টাকায় কদম ফুল পাওয়া গেলেও পূজায় বিক্রি হয় দ্বিগুণ দাম। তাই পূজাকে ঘিরে কদমফুলের ব্যবসায় লাভের আশায় বিক্রেতা সন্তু।


কদম ফুল বিক্রেতা সন্তু বলেন, ''কুড়িগ্রামে বাড়ি, কিন্তু প্রতি পূজার বেলায় রংপুর আসি দোকান নাগাই বেচাকেনা করি কিছু টাকা লাভের আশায়। এক মৌসুমে সোলা আবাদ করি, বাড়ির সবাই মিলে ফুল, বানেয়া বেচাই। সারাজীবন এইতন করে চলে। নিজের আবাদের কাঁচামাল, নিজের হাতের তৈরি তাই দাম কমে বেচাই। দেশের বিভিন্ন স্থানে পাইকারী দেই মোটামুটি লাভ হয়। এবার পূজায় ৩ লাখ টাকার আয়ের আশায় আছি। মায়ের আগমনে কদম ফুল অতি প্রয়োজন, এটা দাম বাড়লেও নেয়া খাইবে। বসতে না বসতেই ৩ বস্তা ফুল শেষ। আমার কাছে দাম কম জইনতে পাইকারী কিনি রাখছে ১ বস্তা। বিক্রি হবেই, পূজার আগ থাকি বিজয়া পর্যন্ত বিক্রি করার যোগান রাখছি আশা করি বেচাকেনা ভালো হইবে।''

কদম ফুল কিনতে আসা ক্রেতা অঞ্চনা, ''সুষ্মিতা বলেন, আগোত দাম আছিল ১০ টাকা। পূজা আলসে এইজইনতে দাম নেওচে ২০ টাকা। গঙ্গাচড়া থাকি পূজার কেনাকাটা করবার আলছি, চোখত পড়িল ফুল ২০ টাকা জোড়া করি কিনলোং। পূজায় মায়ের আগমনে কদম ফুলদিয়ে বরণ করা নাগবে। ঘরের সামনোত ধোওয়া নাগবে শান্তির প্রতীক কদম।''

এ সম্পর্কিত আরও খবর