পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৫ বাংলাদেশিকে আটক করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
সোমবার (৭ অক্টোবর) রাতে বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৭৭৫/এমপি শুয়েরপাড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়ার পরেই রাত ১১টার সময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা।
আটককৃত ৫ বাংলাদেশি নাগরিকরা হলেন, নীলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগাড়ি নয়নি বাকডোগড়া গ্রামের শ্রী নন্দ কিশোর রায় (৪৫), একই গ্রামের শ্রী পরিমল রায় (২১), বোরাগাড়ি নৌদাবস গ্রামের শ্রী নিত্যানন্দ রায় (২১), একই গ্রামের শ্রী সঞ্জয় চন্দ্র (১৭), শ্রী কল্যাণ রায় (২৪)।
আটকের সময় তাদের হাতে থাকা নগদ ২৪ হাজার ৪১০ টাকা, ভারতীয় ৯০ রুপি, ৫টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ৪টি মোবাইল চার্জার জব্দ করেন বিজিবি ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় , রাতে বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির টহলরত দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের জানতে পারে সীমান্ত হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৭৭৫/এমপি শুয়েরপাড় নামক স্থান থেকে ৫ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি পরে তাদেরকে আটক করা হয়। আটক হওয়ার পরে মানবপাচার চক্রের সদস্য বোদা উপজেলার আমতলা কাজিপাড়ার বানিয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেন পালিয়ে যায় ।
বিজিবিরা আরও জানায়, আটককৃতদের বোদা থানায় হস্তান্তরসহ তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বাধীন সকল সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার মামলাসহ চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।