ভারত থেকে আমদানি করা ৮৪৬ বস্তা কাঁচা মরিচ জব্দ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-10-09 13:58:06

গাজীপুরে ভারত থেকে আমদানিকৃত ৮৪৬ বস্তা কাঁচা মরিচ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে মজুতকৃত এ মরিচের বৈধ মালিক পাওয়া যায়নি।  

বুধবার (৯ অক্টোবর) সকালে ভোক্তা অধিদপ্তর গাজীপুরের কর্মকর্তা প্রদীপ্ত কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, মজুতকৃত মরিচের বৈধ মালিক পাওয়া না গেলে বুধবারের মধ্যেই তা বাজারে বিক্রি করা হবে।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার বি কে বাড়ী গ্রীন এগ্রো প্রোডাক্ট এর কোল্ড স্টোরেজে মজুত করে রাখা ৮৪৬ বস্তা কাঁচা মরিচের সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় সংস্থাটি।

আজমীর ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলসিতে ভারত থেকে কাঁচা মরিচগুলো আমদানি করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সম্পর্কিত আরও খবর