গৌরনদীতে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2024-10-10 19:16:15

পরিবারের স্বপ্ন ছিলো তাকে সেনাবাহিনীর অফিসার হিসেবে দেখবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন চিরতরে ভেস্তে গেল।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে পানিতে ডুবে সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র ফাহিম বীন ফিরোজ রাতুলের (২২) মৃত্যু হয়।

নিহত রাতুল বরিশালের গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা, এবং পাদুকা ব্যবসায়ী টিটু ফকিরের একমাত্র সন্তান। পরিবারের একমাত্র উত্তরাধিকারী রাতুলকে সেনাবাহিনীতে চাকরির জন্য প্রস্তুত করা হচ্ছিল। তার দাদা বিশেষভাবে চেয়েছিলেন নাতিকে একজন সেনা অফিসার হিসেবে দেখতে। আগামী মার্চ মাসে সেনাবাহিনীতে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রাতুল এবং এজন্য সবার দোয়া নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন।

ঘটনার দিন, রাতুল ও তার তিন বন্ধু বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একটি পুকুরে গোসল করতে যান। সেখানেই অসাবধানতাবশত পানিতে ডুবে রাতুল নিখোঁজ হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাতুলকে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।

রাতুলের মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত আরও খবর