আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে সময় চাইলেন বিএসএমএমইউ ভিসি
অফিসিয়াল প্রসিকিউডর মেনে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দাবি আদায়ের জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে সময় চেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম।
রোববার (২২ডিসেম্বর) বিকাল ৪টা ২০ নাগাদ রাজধানীর শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে রাস্তায় অবস্থানকারীদের সঙ্গে কথা বলে তাদের উদ্যেশে এসব কথা বলেন তিনি।
ডা. মোহাম্মদ শাহিনুল আলম৷ বলেন, তোমরা মাঠে ছিলে বলে আমরা কিছু জায়গা পেয়েছি। তোমাদের যে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সে বিষয়ে আমিও একমত। আমাদের ডাক্তাারদের সব আন্দোলন দাবি অনেক কষ্ট করে উদ্ধার করতে হয়। এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্ররায় সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। ২৪ এর আন্দোলনেও তোমাদের ভূমিকা ছিল। অতএব এই আন্দোলন যাতে বিফলে না যায় সেটার সাথে আমরা একমত। ডাক্তাররা রাজপথে আন্দোলন করেছে আবার একই সাথে চিকিৎসাও দিয়েছে। তার মানে ডাক্তার তার অধিকার আদায়েও সক্ষম, আন্দোলন করতেও সক্ষম আবার জন ভোগান্তি দূর করতেও সক্ষম। একই সাথে মানুষ যখন কষ্ট করে ডাক্তার তখন সবার আগেই সেটা উপলব্ধি করে। পৃথিবীর একটা দেশ নেই যেখানে রেসিডেন্সদেরকে একটা লামছাম ভাতা দেয়া হয়। যেটা অনেক অফিসারের ড্রাইভারের বেতনের চেয়েও কম। আমাদের দেশেই বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদেরকেও একটা ভাতা দেয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদেরকে বলছি, আপনাদের পক্ষে আমরা। আমি এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আমি আপনাদের পক্ষে কথা বলার জন্য আমি এখনই আবার মন্ত্রণালয়ে আবার যাবো। আমরা আশা করি আপনাদের দাবি পূরণ হবে। আপনারা একটু সময় দেন আমাদেরকে। একটু ধৈর্য ধরেন। আপনারা মন্ত্রণালয়ে গিয়েছিলেন আমরা আপনাদের পক্ষ হয়ে আবার যাবো। এই দাবি আদায় লিখিত ভাবেই হবে। একটু সময় দেন আপনারা। যেটা অফিসিয়াল প্রসিকিউড সেটার জন্য একটু সময় দেন। আমরা আশাবাদী আপনাদের এই দাবি আদায় হবে।