ঝালকাঠির কাঁঠালিয়ায় সালমা আক্তার (২৫) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানি বাজার সংলগ্ন খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার হয়। উদ্ধারকৃত সালমা আক্তার আওরাবুনিয়ার চোদ্দ বালিয়া গ্রামের মৃত ইউসুফ সিকদারের মেয়ে।
উল্লেখ্য, বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানি বাজারে মা বিলকিস বেগমের সাথে বাজার করতে যায় সালমা আক্তার। বাজার শেষে বাড়ির ফেরার পথে ব্রীজ পারাপারের সময় দুটি ইজিবাইক ব্রীজে উঠলে পাশ কাটিয়ে যাওয়ার সময় ব্রীজের পাশের রেলিং উঠার চেষ্টা করে সালমা। এসময় পা পিছলে খালে পড়ে নিখোঁজ হন তিনি। পরে গতকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুজি করেও উদ্ধার করতে পারেনি।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিজ সংলগ্ন খালে তার লাশ ভেসে ওঠে।