খালি পেটে রাষ্ট্র সংস্কারের আলাপ মাথায় ঢুকবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, 'সিন্ডিকেট দমন করে অতিশীঘ্রই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করুন। খালি পেটে রাষ্ট্র সংস্কারের আলাপ মাথায় ডুকবে না।'
তার এই পোস্টের পরপরই বিভিন্নজন প্রতিক্রিয়া জানিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন।
নিয়াজ স্মরণ নামের একজন লিখেন, 'এটা সকল মানুষের মনের কথা। সময়োপযোগী সিদ্ধান্ত এটা।'
নিশিতা মিতু নামের একজন লিখেন, 'এটাই লক্ষ লক্ষ মানুষের মন ও মুখের কথা। অন্তত চাল, ডাল, তেল, ডিম, আলুর দাম হাতের নাগালে থাকলে মানুষ দু'বেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবে।'