ভোলার লালমোহনে সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রিজিয়া রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রায়চাঁদ এলাকার আব্দুর রশিদের স্ত্রী।
শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্র জানায় শনিবার সন্ধ্যায় চুলার পাশ থেকে লাকড়ি সরাতে গিয়ে সাপের কামড়ে আহত হন রিজিয়া। তাকে স্থানীয় ওঝার কাছে নেওয়ার পর তার অবস্থা খারাপ হলে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান তিনি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন বিষয়টি নিশ্চিত করেন।