চাঁদপুরে ১৯৫ কেজি ইলিশ জব্দ, তিন মাছ ব্যবসায়ীকে জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2024-10-14 00:17:39

চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ইলিশ বিক্রির সময় ৩ মাছ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তিন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৩ অক্টোবর) রাত ১০টায় হাজীগঞ্জ বাজারস্থ বালুর মাঠ পরিদর্শনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজের সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও কেনা-বেচায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথম দিনেই ইলিশ মাছ বিক্রয়ের সময় হাজীগঞ্জ বাজারের তিনজন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। যা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর