পটুয়াখালী জেলার মহিপুর থানা কুয়াকাটায় ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় মহিপুর থানায় তিনি আত্মসমর্পণ করেন। এতথ্য নিশ্চিত করেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
আটককৃত মিজানের বক্তব্য অনুযায়ী তিনি ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক এবং সাভার পৌরসভার তালবাগ গ্রামের মৃত. আ. রাজ্জাকের ছেলে। তিনি গত ৫ আগস্টের পরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন এ সময় তার বন্ধু সাভার পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল নিউটনও সাথে ছিলো। পরে তার বন্ধু কুয়াকাটা ত্যাগ করলে তিনি থানায় আত্মসমর্পণ করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, কুয়াকাটা সৈকতে ভ্রমণ করতে এসে নিজেকে নিরাপদ মনে না করে থানায় এসে আত্মসমর্পণ করেন মো. মিজান নামের এক ব্যক্তি। পরে আমরা জানতে পারি তিনি সাভার থানায় থাকা প্রায় সাতটি মামলার আসামি। সেই মামলাই তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। আমরা সাভার থানার সাথে যোগাযোগ করে তাঁকে সেখানে হস্তান্তর করা হবে।