পিরোজপুরে ২ হাজার কেজি নিষিদ্ধ কীটনাশক জব্দ, মালিককে জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পিরোজপুর | 2024-10-17 15:09:53

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রাম থেকে নিষিদ্ধ ও ভেজাল ২ হাজার কেজি কীটনাশক জব্দ করে ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় কীটনাশকের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সকালে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।

তিনি জানান, কৃষি কাজের জন্য নিষিদ্ধ ও ভেজাল ২ হাজার কেজি ডায়াজনিন ও বাসুডিন মজুদ করে বিক্রি করছিলেন আল মদিনা এন্টারপ্রাইজ এর মালিক মো. আব্দুস সালাম। সালামের গোডাউন থেকে কীটনাশকগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, ফসলের জন্য ক্ষতিকর এ কীটনাশকগুলো অনেক আগেই সরকার নিষিদ্ধ করেছে। এছাড়াও কীটনাশকগুলো ভেজাল ছিল যা ক্রয় করে কৃষকরা প্রতারিত হচ্ছিল।

ভেজাল কীটনাশকগুলো যশোরের অভয়নগর থেকে সংগ্রহ করেছিল বলে জানান আব্দুস সালাম।

এ সম্পর্কিত আরও খবর