নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পিরোজপুর | 2024-10-20 17:56:14

পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২ জেলেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার কাজলাহার গ্রামের বাসিন্দা মো. মিজান ও রিদুল আলী হাওলাদার।

জানা গেছে, ২ আসামি ভোরে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিল। এ সময় মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মন্ডল ও নৌপুলিশ সদস্যরা নদীতে টহল দিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫টি ইলিশ মাছ এবং ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে তাদের ইউএনওর কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ জনকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মন্ডল বলেন, অভিযানে জব্দ করা মাছ দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে এ সময় নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সম্পর্কিত আরও খবর