বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিকভাবে রাত এগারোটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে মিষ্টি বিতরণ করে তারা।
এসময় নিজেরা মিষ্টি খেয়ে আনন্দ উল্লাসের পাশাপাশি আশপাশের পথচারী ও রিক্সাচালকদের মিষ্টি খাওয়ানো হয়। ছাত্রলীগ নিষিদ্ধ হইছে সবাই মিষ্টি খান বলে মিষ্টি হাতে তুলে দেন শিক্ষার্থীরা।
মিষ্টি বিতরণ শেষে ছাত্রলীগকে নিষিদ্ধ করায় অন্তবর্তী সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের শিক্ষার্থী ইমন দ্দোজা, শফিকুল ইসলাম, মেহেদী হাসান সাকিব সহ অন্যান্যরা।