অমিত শাহর নিরাপত্তা: বেনাপোল-পেট্রাপোলে ইমিগ্রেশন কার্যক্রম ৫ ঘণ্টা বন্ধ

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2024-10-27 13:15:42

ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল বন্দর পরিদর্শনে নিরাপত্তার কারণ দেখিয়ে আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এর আগেও নিরাপত্তার কথা বলে গত ২৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেলের নির্মাণ কাজ।

বেনাপোল ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষ জানান, যাত্রীরা আপাতত বন্দরে অপেক্ষা করছেন। ৫ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ। দুপুর ২টার পর থেকে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

এদিকে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকায় দুই পার সীমান্তে কয়েক'শ পাসপোর্টধারী আটকা পড়েছে। এদের মধ্যে জরুরী চিকিৎসা সেবী, ব্যবসায়ী ও শিক্ষার্থী রয়েছেন। একইভাবে দুদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখায় সহস্রাধিক ট্রাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। এসব পণ্যের মধ্যে মাছ, সবজি, শিশু খাদ্য, শিল্পকলকারখানার কাঁচামাল উল্লেখ্যযোগ্য। গরম আবহাওয়া অন্য দিকে বৃষ্টির মধ্যে এসব পণ্যে বড় ধরনের ক্ষতির আশঙ্কার পাশাপাশি শিল্পকলকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পাসপোর্টধারী অনিতা ঘোষ জানান, ডাক্তার দেখাতে চেন্নাই যাবো। বিমানের টিকিট কাটা ছিল। হঠাৎ ইমিগ্রেশন বন্ধ করে দেওয়ায় আর বিমান ধরতে পারবো না। এতে অর্থনৈতিক ক্ষতি ও চিকিৎসার ক্ষতি হয়েছে। বন্ধের বিষয়টি আগে ঘোষণা দিলে এমন ক্ষতি হতো না।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, শুক্রবার সরকারি ছুটি থাকায় তিন দিন ধরে এ পথে বাণিজ্য বন্ধ রয়েছে। এতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা।

বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার জানান, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় কর্তৃপক্ষ দুদিন বাণিজ্য বন্ধ ও ৫ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দীন জানান, ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমতি দিলে তাদের ইমিগ্রেশন কার্যক্রম শুরু করা হবে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কার্যক্রম বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছিল ভারতীয় ইমিগ্রেশন। পাসপোর্টধারীরা বন্দরে অবস্থান করছে। ২টার পর আশা করা যাচ্ছে আবারও যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে।

এ সম্পর্কিত আরও খবর