কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ | 2024-10-31 18:53:12

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের একটি বিলের পাশে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে৷

কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কেউ হত্যা করে ফেলে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের৷

এদিকে জেলার হোসেনপুর উপজেলায় বসত ঘর থেকে ফারজানা আক্তার তৃশা নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) হোসেনপুর উপজেলার ধূলিহর গ্রামের নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার ধূলিহর গ্রামের মো. আকবরের মেয়ে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন ভোরে নিহতের মা মোছা. হালিমা ফজরের নামাজের জন্য ঘুম থেকে পাশের রুমে মেয়েকে ডাক দেন। মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের মাঝের পাটিশনের ফাঁক দিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরীর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর