মানিকগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু/ছবি: সংগৃহীত

ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু/ছবি: সংগৃহীত

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা ব্রীজ এলাকায় ট্রাকচাপায় মিথিলা দাশ (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মিথিলা সাভার ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মিথিলার বাবা-মা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মিথিলা মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী গ্রামের কাঠ মিস্ত্রি লিটন দাসের মেয়ে। এঘটনায় লিটন দাস ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

আহত লিটন দাস বলেন, সাভারের বাসা থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে মানিকগঞ্জের গ্রামের বাড়ি যাচ্ছিলাম। তরা ব্রীজ এলাকায় আসলে একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মিথিলার মৃতু হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা লিটন দাস ও তার স্ত্রীকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।

বরংগাইর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহিম বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।