নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা | 2024-11-02 15:06:30

নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে কাজিরহাট ঘাট এলাকায় দীর্ঘ ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

শুক্রবার (১ নভেম্বর) রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

তবে সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কতৃর্পক্ষ ড্রেজিংয়ের কাজ শুরু করেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি এর কাজিরহাট ঘাটের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান।

তিনি জানান, গত শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ৯ টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্যতা সংকটে প্রতিবছর এই সময়ে এমনটি হয়। নদীতে পানি হ্রাস অব্যাহত থাকায় ফেরি চলাচলের চ্যানেলটি আরো সুরু হয়ে যাওয়ায় চলতি বছর গত এক সপ্তাহ ধরে ফেরিগুলো বিভিন্ন সময় চরে আটকে পড়ছিলো। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফলোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখে।

স্থানীয়রা জানান, এসময় মাঝে মাঝেই ফেরি আটকে যায়। এতে আরিচা কাজিরহাটের দুই পাড়ে পণ্যবাহী গাড়ির লাইন পড়ে যায়। সৃষ্টি হয় যানজটের।

এবিষয়ে যাত্রী হাসান বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে আগষ্ট মাস থেকেই নদীপথে ফেরি প্রায় সময় আটকা পড়ে। কয়েক জায়গায় ড্রেজিং করলেও ভোগান্তি তেমন একটা কমেনি। অনেক সময় ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে। ভোগান্তির শেষ নেই।

ট্রাক চালক মনির মিয়া বলেন, ফেরি বন্ধ থাকায় কাল রাত থেকে ঘাটে আটকে আছি। ঘাটে এমনিতেই ফেরি কম। এরমধ্যে মাঝে মাঝেই নদীতে ফেরি আটকা পড়ে। ফলে পারাপারে সময় বেশি লাগছে। ভোগান্তি থেকে রেহাই নেই।

এ সম্পর্কিত আরও খবর