বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান, ২০০ মিটার পাইপ ধ্বংস

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুরের পীরগাছায় ঘাঘট নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে প্রায় ২০০ মিটার পাইপ ভেঙে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)।

শনিবার (২ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরে আলম সিদ্দিকীকে সঙ্গে নিয়ে ঘাঘট নদীর ত্রিমোহনী ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ মিটার অবৈধ পাইপ ভেঙে দেয়া হয়।

বিজ্ঞাপন

জানা যায়, স্থানীয় ত্রিমোহনী ঘাট এলাকায় ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। উপজেলা প্রশাসন গোপনে এই সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে কাউকে না পেয়ে বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় ২০০ মিটার পাইপ ও বিভিন্ন সরঞ্জামাদি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে পীরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি। সেখানে কাউকে না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ও বিভিন্ন সরঞ্জামাদি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন