নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রোহান ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোহান উপজেলা গাড়াগ্রাম ধাইজান পাড়া এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে।
শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার গাড়াগ্রাম বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রোহান রাতে চাচার সাথে বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।