চট্টগ্রামের ফটিকছড়িতে হালদার পাড়ে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক এক কোটি টাকা মূল্যের প্রায় ১৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জারহাট এলাকায় হালদা নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার দেন মো. মোজাম্মেল হক চৌধুরী এবং সার্বিক সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
অভিযানে মো. জহুরুল হক নামে স্থানীয় এক ব্যক্তব হালদা নদীর পাড় সংলগ্ন জায়গায় আনুমানিক ১৫ শতক সরকারি খাস জমি অবৈধ উপায়ে দখল করে সেখানে দোকানঘর স্থাপন করে ভাড়া দিয়েছেন। ওই জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা।
সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তি মোবাইল কোর্টের নিকট তার অপরাধ স্বীকার করায় তাকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া এসময় অবৈধ দখলকৃত আনুমানিক ১৫ শতক সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের অনুকূলে দখল নেয়া হয়।
অভিযানে ভুজপুর থানা পুলিশের একটি দল, নারায়নহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী সহায়তা প্রদান করেন।