টঙ্গীর জাভান হোটেলে বিপুল মদসহ শতাধিক নারী-পুরুষ গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-11-04 15:18:28

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত আলোচিত সমালোচিত জাভান হোটেলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে হোটেলের ভেতরে থাকা বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, বিয়ারসহ অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা শতাধিক নারী পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে যৌথবাহিনীর প্রথমে টঙ্গী থানাধীন কেরানিরটেক বস্তি ও আশপাশের এলাকায় অভিযান চালায়, অভিযানে বস্তির বিভিন্ন ঘর থেকে ৩ ভরি স্বর্ণ, ১০ কেজি গাঁজা, ২ হাজার ৫০০ পিস ইয়াবা, ২০ বোতল দেশীয় মদ, ১০ বোতল ফেনসিডিল, দেশীয় অস্ত্র ও নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক জব্দসহ মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

পরে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে ওই এলাকার জাভান হোটেলেও হানা দেয় যৌথবাহিনী। ওইদিন ভোর ৪টা থেকে সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত হোটেলটিতে অভিযান চালায় তারা। এসময় হোটেলে অভিযান চালিয়ে ৩ হাজার ৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এছাড়াও পতিতাবৃত্তির অপরাধে ২৭ জন নারী, ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনকে আটক করা হয়।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাহসিন জানান, বিভিন্ন অপরাধমূলক কাজের খবর পেয়ে টঙ্গীর কেরানিরটেক এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় ওই এলাকায় অবস্থিত জাভান হোটেলেও অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ বিয়ার ও মদ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে পতিতাবৃত্তির অপরাধে নারী-পুরুষ ও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর