নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অধিদফতরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এর উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মুসুর, খেসারি, অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
সোমবার (৪ নভেম্বর) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশিষ দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, পত্নীতলা প্রেসক্লাব ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ বুলবুল চৌধুরী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, সাংবাদিক বৃন্দ, উপকারভোগী কৃষকবৃন্দ প্রমুখ।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এবারে উপজেলার ৭৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার পর্যায়ক্রমে বিনামূল্যে বিতরণ করা হবে।