কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, বুলডোজার ভাঙচুর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, পটুয়াখালী | 2024-11-06 18:48:13

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত লাগোয়া সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টি করেন স্থানীয় কিছু লোকজন। বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সৈকতের টুরিজম পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযানের সময় দখলদাররা উত্তেজিত হয়ে প্রশাসনের কাজে বাধা দেয় এবং উচ্ছেদ কাজে ব্যবহৃত বুলডোজারের কাচ ভেঙে ফেলে। এমনকি ড্রাইভারকে আক্রমণেরও চেষ্টা করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় নেতারা দ্রুত উদ্যোগী হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘কুয়াকাটা সৈকত এলাকায় পর্যটকদের জন্য স্বস্তিকর পরিবেশ বজায় রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসন থেকে জানানো হয়, কুয়াকাটা সৈকত এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সৈকতের সৌন্দর্য নষ্ট করছে এবং পর্যটকদের চলাচলে বাধা সৃষ্টি করছে। আগেই এসব স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা ও সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তবে কেউ তা মেনে না চলায় বাধ্য হয়ে এ অভিযান চালানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর