শুরু হয়েছে শীতের আমেজ, বৃষ্টির সম্ভাবনা নেই

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-07 10:31:34

দেশের বিভিন্ন অঞ্চলে শীত পড়তে শুরু করেছে। এতে দেশের নদী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ছে। রাজধানী ঢাকাতেও হালকা শীতের পাশাপাশি কুয়াশা দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশের কোথাও আজ (বৃহস্পতিবার) বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার (৬ নভেম্বর) পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে। সামনের দিনগুলোতে শীতের পরিমাণ আস্তে আস্তে বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আগামীকাল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে।

এছাড়াও আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। 

এ সম্পর্কিত আরও খবর