ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2024-11-10 20:07:11

ফরিদপুরে রয়েল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক মোটরসাইকেল আরোহী।

রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম মো. জাফর ফকির (৬০)। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামের বাসিন্দা মৃত আইজউদ্দীন ফকিরের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পীরেরচরের নিজ বাড়ি হতে মোটরসাইকেল করে এক আত্মীয়কে নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন জাফর। পথে শংকরপাশা বাসস্ট্যান্ডে আসলে বিপরীত দিক ফরিদপুর থেকে ভাঙার দিকে ছেড়ে যাওয়া রয়েল পরিবহন নামের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আপর আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাফরের মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আহত অপর আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) আব্দুল্লাহেল বাকী বলেন, নিহত জাফরের মরদেহ সন্ধ্যায় তার পরিবারের সদস্যদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর