তিন মাসের বকেয়া বেতনের দাবিতে টানা প্রায় ৫৬ ঘণ্টা অবরোধের পর গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন পোশাক শ্রমিকরা। এতে যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে।
বকেয়া বেতন পাওয়ার আশ্বাস পেয়ে সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে আন্দোলন প্রত্যাহার করে শ্রমিকরা।
এর আগে, গত শনিবার ( ৯ নভেম্বর) গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা ওইদিন সকাল ১১টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এরপর থেকে এ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দেয়। ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলরত পরিবহন চালক, যাত্রী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। সড়কে আটকে থাকা শতশত পরিবহন রেখে চলে যায় চালকরা। আন্দোলনের খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তাদের আশ্বাস প্রত্যাখান করে শ্রমিকরা শক্ত অবস্থান নেন। সবশেষ সোমবার দুপুর দুইটার দিকে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বার্তা২৪.কমকে বলেন, বেলা ২টার দিকে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে। ইতিমধ্যে তিন দিন ধরে অচল অবস্থায় থাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে কয়েক কিলোমিটার যানজট রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে যানজট কেটে সড়কটি স্বাভাবিক হয়ে যাবে।