ময়মনসিংহের ভালুকায় মাদকদ্রব্যসহ বাংলা টিভির ভালুকা প্রতিনিধি খোরশেদ আলম জীবনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
খোরশেদ আলম জীবন উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড় কাশর এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।
বুধবার (১৩ নভেম্বর) ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবির ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড় কাশর তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় কাশর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।