নীলফামারীর কিশোরগঞ্জে খালিদ বিন লিসাদ (২২) নামে এক শিক্ষার্থী হত্যায় জড়িতদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে প্রায় কয়েকশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয় মিনি স্টেডিয়ামের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
নিহত লিসাদ মুশা পাকার মাথা সফি মিয়াপাড়া এলাকার মবেদুল হকের ছেলে ও কিশোরগঞ্জ বিএম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার সকালে নিতাই ইউনিয়নের সাইফোন এলাকার চাড়াল কাটা নদীতে তার মরদেহ পাওয়া যায়। শিক্ষার্থী লিসাদকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে। লিসাদ খুব ভালো ও মেধাবী শিক্ষার্থী ছিল। সে কখনোই কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল না। তাকে কারা হত্যা করেছে আমরা তাদের দ্রুত বিচার চাই। লিসাদের মরদেহ উদ্ধারের তিনদিন হলেও পুলিশ এখনো জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ এবিষয়ে কিছু কাজ করছে না। আমরা লিসাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিসাদ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে আমরা আরও বড় কর্মসূচি নিব।