প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে গত বুধবার (১৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই রূদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসও ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সোয়া ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাকু পৌঁছান প্রধান উপদেষ্টা।