দাবি আদায়ে আন্দোলনে আহতদের প্রতিনিধি দল সচিবালয়ে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-14 15:16:07

উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি আদায়ে আন্দোলনে আহত ২০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে একটি গাড়িতে করে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জুলাই অভ্যুত্থানে আহত মো. দুলাল খান।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, আমরা আজকে সরকারের কাছ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের লিখিত নিয়ে আসবো। আমার আহত ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছেন।

এর আগে, বুধবার (১৩ নভেম্বর) উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়েছিলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একাংশ। মাঝরাতেও তাদের বিক্ষোভ অবস্থান অব্যাহত থাকে। পরে রাত আড়াইটার দিকে সেখান অন্তর্বর্তীকালীন চার উপদেষ্টা উপস্থিত হয়ে দাবি মানার এবং আহতদের প্রতিনিধি দলের সঙ্গে আজ দুপুরে বৈঠকের আশ্বাস দিলে হাসপাতালে ফিরে যেতে রাজি হন বিক্ষোভকারীরা।

রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম পঙ্গু হাসপাতালের সামনে উপস্থিত হন। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী মো. সায়েদুর রহমানও তাদের সঙ্গে ছিলেন।

অবস্থানরত জনতার কাছে দুঃখপ্রকাশ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামীকাল (আজ) দুপুর ২টায় সচিবালয়ে বসে আপনাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা কথা বলব। স্বাস্থ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মতো সংশ্লিষ্ট অন্যান্য যেসব মন্ত্রণালয় আছে, (সাথে) জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের সরকারের দপ্তর থেকে যারা শহীদ ও আহতদের অর্থ ও পুনর্বাসনের দায়িত্বে আছেন, সবাই মিলে আমরা বসব আপনাদের সাথে।

আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের একটি রূপরেখা তৈরি করে তা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন মাহফুজ আলম।

এ সম্পর্কিত আরও খবর