চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2024-11-14 16:09:19

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুনর্ভবা নদীতে ডুবে মুনতাসীর (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে দিকে উপজেলার রহনপুর রেলব্রীজ এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায় সে।

গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাহতাব উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

মুনতাসীর রাজশাহী মসজিদ ই নুর দাখিল মাদ্রাসার ছাত্র। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও নিখোঁজের সহপাঠিরা জানান, বৃহস্পতিবার বেলা ১১ দিকে মুনতাসীরসহ কয়েকজন বন্ধু রাজশাহী থেকে ট্রেনযোগে রহনপুর আসে। এরপর স্টেশন সংলগ্ন পুনর্ভবা নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে পানিতে ডুবে যায় মুনতাসীর। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান না ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাহতাব উদ্দীন জানান, রাজশাহী থেকে ডুবুরিরা এসে মুনতাসিরের মরদেহ উদ্ধার করে।

এ সম্পর্কিত আরও খবর