৩১ ডিসেম্বরের মধ্যে আগ্নেয়াস্ত্র নবায়ন করতে হবে চট্টগ্রামে

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-11-14 17:31:17

চট্টগ্রাম জেলা ও মহানগরীর সকল থানা এবং ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রামের নিবন্ধন থাকা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের কার্যক্রম শুরু হচ্ছে ১ ডিসেম্বর থেকে। ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখায় অস্ত্র সহকারে উপস্থিত হয়ে নবায়ন করে নিতে আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রাম এর অধিক্ষেত্রভুক্ত লাইসেন্সধারীরা আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ নির্ধারিত সময়সূচির মধ্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডে উপস্থিত হয়ে নবায়ন করে নিতে পারবেন। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তুত করা ‘ডিজিটাল আর্মস ম্যানেজম্যান্ট সিস্টেমে (ডিএএমএস)’ আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহের ডাটা এন্ট্রির জন্য দিতে হবে। ডাটা এন্ট্রির জন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর ও ট্রেড লাইসেন্স নম্বর এবং আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের লাইসেন্স ও এনআইডির ফটোকপি, টিন সার্টিফিকেট, মোবাইল নাম্বার, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও লাইসেন্সধারী ব্যক্তির স্বাক্ষর জমা দিতে হবে। অন্যথায় ডিএএমএসের মাধ্যমে আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি করা যাবে না এবং ভবিষ্যতে ওই সিস্টেম ব্যবহার করে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না।

বন্দুক, শর্টগান এবং রাইফেল নবায়নের ক্ষেত্রে ৫ হাজার টাকা ও পিস্তল, রিভলবার এবং প্রতিষ্ঠানে ক্ষেত্রে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নবায়ন ফি জমা প্রদানের কোড নম্বর-১-২২১১-০০০০-১৮৫৯ । নবায়ন ফি’র ওপর ১৫ শতাংশ ভ্যাট জমা প্রদানের কোড নম্বর ১-১১৩৩-০০২৫-০৩১১ এবং নবায়ন ফি’র ওপর ১০ শতাংশ উৎস কর অথবা আয়কর জমা প্রদানের কোড নম্বর ১-১১৪১-০০৪৫-০১১১।

নবায়ন ফি, ভ্যাট ও উৎস কর অথবা আয়কর উল্লিখিত কোড নাম্বারে সোনালী ব্যাংক লি: কোর্টহিল শাখা, চট্টগ্রামে জমা দিতে হবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ আগস্টের ৪৪,০০,০০০০,০৭৭,২১,০২৫,২০২১-৩৩০ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী যে সকল লাইসেন্সধারীগণের আগ্নেয়াস্ত্রের নিবন্ধন বাতিল এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে সে সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণের আগ্নেয়াস্ত্র লাইসেন্স পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নবায়নের কার্যক্রম স্থগিত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর