ফেনীতে সাবেক কাউন্সিলর-ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৭

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী | 2024-11-15 05:40:35

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনা মামলায় ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহার, মহিলা ইউপি চেয়ারম্যান উম্মে রুনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি বাসা থেকে অভিযান চালিয়ে আমির হোসেন বাহার করে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার বাহার জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ ছিলেন।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় ফেনী মডেল থানায় করা মামলায় বাহার এজাহারনামীয় আসামি। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় তাকে ফেনী মডেল থানায় আনা হয়েছে।

এছাড়াও পুলিশের সাঁড়াশি অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ও বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে রুনা (৪২)সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের ছোটভাই জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এখলাছ উদ্দিন খন্দকার বাবলু (৩৩), দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েত উল্ল্যাহ সোহেল (৫২), ফাজিলপুর ইউনিয়ন সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক সুমন (২৬), কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফয়েজ আহমেদ (৬০) ও মোটবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন (৩২) ।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আমির হোসেন বাহারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আটককৃত অন্যান্যদের আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর