চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি বেকারিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) মধ্যরাত ১টার দিকে সরাইপাড়া তালুকদার নগরের একটু বেকারিরতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের দায়িত্বরত এক অপারেটর।
তিনি জানান, রাত ১টা ১০মিনিটের দিকে সরাইপাড়া এলাকায় একটা বেকারিতে আগুন লেগেছে বলে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য রওনা হয়।
কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর জানান, ৫টি ইউনিটে রাত ১টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সম্ভব হয়। তবে এখনো পরিপূর্ণ নির্বাপণ হয়নি। তারা কাজ করছে। বেকারি থেকে আগুন আশপাশের কয়েকটি ছোট ঘরে ছড়িয়ে গিয়েছিল। এখনো সূত্রপাত কিসের থেকে সেটা জানা যায়নি৷
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনো জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।