রংপুরে বীজ আলুর দাম বেশি রাখায় ২টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে রংপুর মহানগরীর দর্শনা এলাকায় অবস্থিত কিষাণ কোল্ড স্টোরেজে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানে এসব জরিমানা করা হয়।
এসময় অভিযানে, প্যাকেটের গায়ে মূল্য না লিখে মৌসুমের শুরুতে প্রতি কেজি বীজ ৬৮ টাকায় বিক্রি শুরু করলেও ধীরে ধীরে তা বাড়িয়ে ১১০টাকা বিক্রি করায় মেসার্স একতা সীডস তাদের বীজের প্রতিদিনই নির্ধারিত দামে চেয়ে বেশি রাখায় ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া ক্রয় বিক্রয় রশিদ যথাযথভাবে ব্যবহার না করে আলু বিক্রয় করার অপরাধে শাহী বাণিজ্যালয়কে ১৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানে সর্বমোট এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আফসানা পারভীনে নেতৃত্বে অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাংগন অফিসার মো. সাইফুল ইসলাম।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আফসানা পারভীন জানান, ন্যায্য মূল্যে কৃষকদের হাতে বীজ তুলে দিতে বীজ আলুর প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।