গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতা নিহত
ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতা শেখ রাসেল মিয়া (২৮) নিহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
নিহত রাসেল উপজেলার গৌরীপুর ইউনিয়নের সাতুতী গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ রাসেল মিয়া গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়ন শাখা কৃষকদলের সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ময়মনসিংহের উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে গৌরীপুর-কলতাপাড়া আঞ্চলিক তাঁতকুড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এসময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি মো. গোলাম কাজীয়েল হাজাদ মুন্সী শাহী বলেন, কৃষকদল নেতা শেখ রাসেল মিয়ার অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে সাতুতী গ্রামে তার মরদেহের জানাজা অনুষ্ঠিত হবে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, এই ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।