মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের এক অভিযানে দুইজন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে যৌন ব্যবসার জন্য পাচার করা হচ্ছিল।
সোমবার (১৮ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। এই নারীদের বয়স ৩০ থেকে ৩৪ বছরের মধ্যে। এ সময় চারজন বাংলােদেশি পুরুষকে আটক করা হয়।
জানা গেছে, উদ্ধারকৃত ২ নারীকে জোরপূর্বক পতিতাবৃত্তি করানো হত।
বুধবার (২০ নভেম্বর) ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আটককৃতদের মধ্যে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি ব্যাক্তিকে মূল হোতা বলে ধারনা করা হচ্ছে।
আটককৃত আরো দুজন একই সিন্ডিকেটের সদস্য। এছাড়া আটককৃত ৫০ বছর বয়সী একজন ব্যাক্তি গ্রাহক হিসেবে সেখানে ছিলেন।
বিবৃতিতে জানানো হয়, এই সিন্ডিকেট চাকুরি প্রদানের কথা বলে বাংলাদেশি নারীদের মালয়েশিয়া নিয়ে আসে এবং ২ হাজার রিঙ্গিত বা ৫০ হাজার টাকা বেতনের প্রতিশ্রুতি দেয়।
তবে এই নারীরা মালয়েশিয়া পৌছানোর পর তাদেরকে বেশ কয়েকবার জায়গা পরিবর্তন করানো হয় এবং পরে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।
এই নারীদের দিন রাত অমানুষিক পরিশ্রম করানো হয় এবং তাদের গ্রাহক মূলত বিদেশি শ্রমিকরা। তাদের কোন বেতন দেয়া হয় না শুধু পানি এবং খাবার প্রদান করা হয়।
গত মাস থেকেই এই দুই নারীকে জোরপূর্বক যৌন ব্যবসায় বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
উল্লেখ্য, মানবপাচার আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।