ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাধার মুখে শিক্ষার্থীরা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাঁধার মুখে শিক্ষার্থীরা/ছবি: সংগৃহীত

ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাঁধার মুখে শিক্ষার্থীরা/ছবি: সংগৃহীত

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রাবাসে উঠা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে ছাত্রদলের।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ছাত্রবাসে উঠতে গেলে শিক্ষার্থীদের বাঁধা দেয় ছাত্রদল। পরে এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন সংগঠনটির নেতাকর্মীরা। এতে অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রবাসে উঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। সেখানে আমাদের একটি দল আছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

প্রায় ১৫ বছর পর বুধবার (২০ নভেম্বর) দুটি ছাত্রাবাসের জন্য নির্বাচিত ছাত্রদের তালিকা প্রকাশ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ছাত্রবাসে উঠতে যান। এ সময় সেখানে অতর্কিত ঢুকে পড়েন ছাত্রদল নেতাকর্মীরা। তাঁরা শিক্ষার্থীদের হলে উঠতে বাঁধা দেন। কারও কারও ওপর আঘাত করেন বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এসময় বেশ কিছু জানালার কাঁচ ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

তবে ছাত্রদলের অভিযোগ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে বৈষম্যহীনভাবে ফরম বিতরণের করা ও সময় দেওয়া এবং হলে সিট বরাদ্দের ক্ষেত্রে কলেজ প্রসাশন ও ছাত্রশিবির যৌথভাবে সিট বণ্টন করার প্রতিবাদ করেছেন তাঁরা।

তবে শিক্ষার্থীরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলেছেন, ছাত্রদল বহিরাগতদের নিয়ে এসে তাঁদের হলে উঠতে বাধা দিয়েছে। প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালান। এমনকি হলের ফরমও নিতে দিচ্ছে না কাউকে।

এর আগে ছাত্রাবাস খোলার জন্য আন্দোলন নামেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত সোমবার তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি, যার কারণে দ্বিতীয় দিনের মতো বুধবারও শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওইদিন নির্বাচিত ছাত্রদের তালিকা প্রকাশ করা হয়।