গাড়ি দেখলেই হামলা করছে ব্যাটারি রিকশাচালকরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-21 14:23:48

রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। এসময় সড়কে কোনো ধরনের যানবাহন দেখলেই হামলা করছেন তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা।

এদিন বেলা ১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে গিয়ে দেখা যায়, সড়কে কোনো ধরনের পরিবহন সহ্য করতে পারছেন না আন্দোলনকারীরা। বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে ব্যাটারিচালিত রিকশার চালকদের রোষানলে পড়তে দেখা যায় পায়ে চালিত রিকশা চালকদের।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বেড়িবাঁধ চার রাস্তার মোড় অভিমুখে আসতে যাওয়া বেশ কয়েকটি রিকশার ওপর আক্রমণ করতে দেখা যায়। এ সময় ব্যাটারিচালিত রিকশা চালকেরা পায়ে চালিত রিকশার চাকার হাওয়া ছেড়ে দেন।

একই ঘটনা ঘটেছে সিএনজিচালিত অটোরিকশার সাথেও।

বেড়িবাঁধ চার রাস্তার মোড় এলাকায় যাত্রীর অপেক্ষায় থাকা পাঠাও চালকরা আন্দোলনকারীদের রোষানলে পড়েন। এ সময় কোনোভাবে মোটরসাইকেল রক্ষা করে পালিয়ে যেতে দেখা যায় রাইডারদের। হামলা করা হয় মাইক্রোবাস, ব্যক্তিগত পরিবহনেও।

এ সময় ঘটনাস্থলে মোহাম্মদপুর থানা পুলিশ উপস্থিত থাকলেও তাদের কোনো ধরণের পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এদিকে মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড় এলাকায় একই চিত্র দেখা গেছে। বেলা ১টা নাগাদ শিয়া মসজিদ মোড় এলাকায় আন্দোলনকারীদের মারধরের শিকার হতে দেখা গেছে দুই মোটরসাইকেল আরোহীকে।

গত মঙ্গলবার হাইকোর্ট তিন দিনের মধ্যে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিলে আন্দোলনে নামেন রিকশাচালকেরা।

বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্য জোটের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।

একইসঙ্গে আদালত নিষেধাজ্ঞা বাস্তবায়ন না করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করে এবং স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা কার্যকর করার নির্দেশ দেন।

এরপরই গতকাল যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, মিরপুর, কল্যাণপুরসহ বেশ কয়েকটি সড়ক অবরোধ করে রিকশাচালকরা।

বর্তমানে, ঢাকায় বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করে, যার একটি উল্লেখযোগ্য অংশ ব্যাটারিচালিত।

এ সম্পর্কিত আরও খবর