পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমা পাল (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সুমা পাল গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদর রোডের বাসিন্দা সুজন পালের স্ত্রী। ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে তাদের।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন জানান, সুমা প্রথমে বাড়িতে থেকে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখান থেকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বাজার এবং গোলখালী ইউনিয়নের হরিদেবপুর বাজার এলাকায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। গত ছয় মাসে উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।