শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ, অর্ধকোটি টাকার ক্ষতি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2024-11-27 13:04:29

গাইবান্ধায় মজিদুল ইসলাম নামের এক মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করা হয়েছে। এতে ওই চাষির অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ওই মাছ চাষি। বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলার পলাশবাড়ি থানায় এই অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গতকাল ভোররাতে উপজেলার মাঝিপাড়া চকচকা এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মজিদুল ইসলাম একবছর আগে প্রায় নয় বিঘা আয়তনের ছয়টি পুকুর লিজ নিয়ে দেশি-বিদেশী বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। হঠাৎ গত মঙ্গলবার সকালে পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে এবং অনেক মাছ মরে পচে গেছে। পুকুর পাড়ে পরে থাকা বিষের ট্যাবলেটের প্যাকেট দেখে স্থানীয়রা নিশ্চিত হন বিষ প্রয়োগ করেই মাছ নিধন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি মজিদুল ইসলাম জানান, ধার-দেনা করে মাছ চাষ করতেছি। এখনো মাছের খাদ্যের দোকানে প্রায় ২০ লাখ টাকা বাকি। কিভাবে এই টাকাগুলো পরিশোধ করব? আমার সব শেষ হয়ে গেল। সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন এই মাছ চাষি।

এসময় তিনি আরও জানান, প্রতিহিংসার জেরে দুর্বৃত্তরা আমার পুকুরের নেট কেটে ভিতরে ঢুকে বিষাক্ত ট্যাবলেট ফেলে মাছগুলো মেরে ফেলেছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় ভুক্তভোগী মজিদুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর