সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এল ৩০০ টন পেঁয়াজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এল ৩০০ টন পেঁয়াজ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এল ৩০০ টন পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি।

বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫টি ভারতীয় ট্রাকে ৩শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

বিজ্ঞাপন

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই স্থলবন্দর দিয়ে আজ ১০০ ট্রাকের বেশি আলু আমদানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে আরিশা ট্রেডার্সের স্বত্তাধিকারী আলমগীর জুয়েল বলেন, মঙ্গলবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুভর্তি কোনো ট্রাক বন্দরে প্রবেশ না করলেও আজ সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে আলুর কোন গাড়ি এখন পর্যন্ত এই বন্দরে প্রবেশ করেনি। আলু আমদানির বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে। সারাদিনে ১০০ ট্রাকের বেশি আলু আমদানি হতে পারে। ফলে পেঁয়াজ ও আলুর দাম কিছুটা হলেও কমতে পারে।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, রফতানি বন্ধের ভেতরেও সকাল থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দুপুর ২টা পর্যন্ত ১৫টি ট্রাকে ৩শ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে আরও আসবে।

সোনামসজিদ উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, গতকাল এই স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও আজকে আলু ও পেঁয়াজের ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। রাত ৮টার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এর আগে, ভারতে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রফতানিতে স্পট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। ফলে এই এলাকায় বৃদ্ধি পায় আলু ও পেঁয়াজের দাম।